হাইলাকান্দিতে সমাপ্ত ‘সুরক্ষিত শৈশব সোনালী অসম’-এর ৯০ দিন ব্যাপী সচেতনতা অভিযান

হাইলাকান্দি (অসম), ১১ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় তিন মাস ব্যাপী ‘সুরক্ষিত শৈশব সোনালী অসম’-এর ৯০ দিনের সচেতনতা অভিযান কর্মসূচি আজ সোমবার শেষ হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ভাষণ দিতে গিয়ে সমাজকল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি কিমচিন লঙ্গাম জেলাকে বাল্যবিবাহ মুক্ত, শিশু নির্যাতন ও শিশু পাচার মুক্ত জেলা হিসাবে গঠন করতে জেলাবাসীর প্রতি আবেদন জানান।

তিনি বলেন, ৯০ দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছিল গত ১২ জুন। এর পর থেকে প্রশাসনের উদ্যোগে বাল পঞ্চায়েত, শুভাযাত্রা, ওরিয়েন্টেশন কর্মসূচি, প্রচারপত্র বিলি ইত্যাদি বিভিন্ন অভিযান চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে। এতে জানিয়ে দেওয়া হয়েছে, ১৮ বছরের নীচে মেয়ে এবং ২১ বছরের নীচে ছেলের বিবাহ করা আইনত অপরাধ। ১৪ বছরের নীচে কোনও শিশুকে কোনও প্রতিষ্ঠানে কাজে নিয়োজিত করাও বেআইনি। শিশু পাচার এবং পাচারের সঙ্গে জড়িত ঘটনা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী বেআইনি। শিশু নির্যাতন এবং শিশুর ওপর যৌন নির্যাতনও বেআইনি। এ ধরনের বেআইনি কাজকর্ম দেখা গেলে প্রশাসনের চাইল্ড লাইন নম্বর ১০৯৮ অথবা ডিসি অফিসের হেল্পলাইন নম্বর ১০৭৭ এ যোগাযোগ করতে জনসচেতনতা মূলক অভিযানে জেলায় ব্যাপক সচেতনতা গড়ে তোলা হয়।

সোমবারের সমাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডিস্ট্রিক্ট সার্ভিসেস অথরিটির সচিব বিদ্যাব্রত আচার্য, জেলা সমাজ কল্যাণ আধিকারিক কবীন্দ্র ওয়ারিশা, জেলা শিশু আধিকারিক সৈয়দ জালাল উদ্দিন, উদিচি সংগঠনের সচিব কবীর আহমদ চৌধুরী এবং শিশু সুরক্ষা কমিটির সদস্য অনিন্দ্য কুমার নাথ বক্তব্য পেশ করেছেন।