অবনমন রুখতে ভাইটাল ম্যাচে বীরেন্দ্র ফ্রেন্ডস ইউনিয়ন মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।।অপেক্ষাকৃত দুই দুর্বল প্রতিপক্ষ মুখোমুখি আগামীকাল। খেলবে বীরেন্দ্র ক্লাব এবং ফ্রেন্ডস ইউনিয়ন। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। ৯ দলীয় আসরে আপাতত দু‌-‌দলই রয়েছে পেছনের দিকে। ফলে লিগে কিছুটা এগিয়ে যেতে এবং অবনমনের খাড়া থেকে বাঁচতে দু-দলই আগামীকাল জয় চাইছে। দু-দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। শেষ ম্যাচে ত্রিবেণী সঙ্ঘের বিরুদ্ধে জয় বাড়তি মনোবল জাগালো ফ্রেন্ডস ইউনিয়নের ফুটবলারদের। কোচ মাখন লাল জমাতিয়া সাফল্য পাওয়া নিয়ে আশবাদী। আজ মূলত লড়াই হবে ত্রিপুরার ফুটবলের মক্কা হিসাবে পরিচিত জম্পুইজলা বনাম কিল্লা-‌র মধ্যে। জম্মুইজলার ফুটবলারদের নিয়ে গড়া বীরেন্দ্র ক্লাব চাইছে কিল্লার ফুটবলারদের নিয়ে গড়া ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে নিজেদের আধিপত্য বজায় রাখতে। ফলে লড়াই জমবে আশা করছেন ফুটবলপ্রেমীরা।‌