পাওয়ার-প্লে-তে ভারতের কোনও উইকেটই পড়েনি

কলম্বো, ১০ সেপ্টেম্বর (হি.স.): গ্রুপ পর্বের ম্যাচে পাওয়ার-প্লেতে ভারতের তিন তিনটি উইকেট নিয়েছিল পাকিস্তান। কিন্তু রবিবার সুপার ফোরের ম্যাচে প্রথম ১০ ওভারে ভারতের কোনও উইকেট ফেলতে পারেন পাকিস্তান। অর্ধ শতরান করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল খেলছেন। পাওয়ার-প্লেতে ৬১ রান তুলেছে ভারত। রোহিত শর্মা ৩০ বলে ১৮ ও গিল ৩০ বলে ৪১ রান করেছেন। আফ্রিদি ৩ ওভারে ৩১, নাসিম ৫ ওভারে ২৩ ও ফাহিম ২ ওভারে ৭ রান দিয়েছেন।

পাওয়ার প্লেতে শাহিন শাহ আফ্রিদি মার খেলেও পাওয়ার-প্লেতে দুর্দান্ত বল করেছেন পাকিস্তানের দুই পেসার নাসিম শাহ ও ফাহিম আশরাফ। অষ্টম ওভারে নাসিম শাহর বলে ক্যাচ দিয়েছিলেন গিল। কিন্তু সেটা ধরতে পারেননি ইফতিখার আহমেদ। এই রিপোর্ট পাঠানো পর্যন্ত ভারত করেছে ২ উইকেটে ১৩৭।রোহিত শর্মা(৫৬) ও শুভমন(৫৮) রানে আউট হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *