আগরতলা, ১০ সেপ্টেম্বর।। উত্তর-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ সাবরুম থেকে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস শিয়ালদা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত গ্রহণ করায় বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই সন্তোষ ব্যক্ত করা হয়েছে। সাব্রুম থেকে যাত্রা শুরু করে উদয়পুরে স্টপেজ দেবে কাঞ্চনজঙ্ঘা। তারপর স্টপেজ দেবে আগরতলা স্টেশনে। এক্ষেত্রে বিলোনিয়া স্টেশনে স্টপেজ দেওয়ার আপাতত কোন ব্যবস্থা নেই। তাতে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে বিলোনিয়াবাসী। বিলোনিয়াবাসীর এই আবেগকে সামনে তুলে ধরে রবিবার বিলোনিয়া রেল স্টেশনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেছে সিপিআইএম বিভাগীয় কমিটি। সংগঠনের পক্ষ থেকে বিলোনিয়া রেল স্টেশনে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। অবিলম্বে বিলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস এর স্টপেজ দেওয়ার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন। এ সংক্রান্ত দাবী সংশ্লিষ্ট একটি স্মারকলিপি উত্তর-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। প্রতিলিপি জেলাশাসক এবং মহকুমা শাসকের কাছেও প্রদান করা হবে বলে জানিয়েছেন সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় নেতৃবৃন্দ। এদিন বিক্ষোভ আন্দোলন চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতৃবৃন্দ বলেন এই দাবি শুধুমাত্র সিপিআইএম দলের দাবি নয় বিলোনিয়ার সর্বস্তরের মানুষের দাবি। রেলওয়ে কর্তৃপক্ষ এই দাবি মেনে বিলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস এর স্টপেজ দেওয়ার ব্যবস্থা না করলে দল মতের ঊর্ধে ওঠে সকলকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।
2023-09-10

