ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।।দাপট অব্যহত শেষ দিনেও অব্যহত মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুদের। প্রত্যাশিতভাবেই রাজ্য সেরা হলো অন্তরীপ আচারিয়া এবং আরাধ্যা দাস। রাজ্য অনূর্ধ্ব-৯ দাবা প্রতিযোগিতায়। দুদিনব্যাপী রাজ্য আসর শেষ হয় রবিবার। এন এস আর সি সি-র দাবা হলঘরে হয় আসর। শনিবার প্রথম দিন থেকেই দাপট দেখিয়ে আসছিলো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুরা। রবিবার চতুর্থ রাউন্ডের শেষে শীর্ষে ছিলো অন্তরীপ এবং রুদ্র মজুমদার। শেষ রাউন্ডে অন্তরীপ জয় পেলেও অপ্রত্যাশিতভাবে লড়াই করে হেরে যায় রুদ্র। আসরে ৫ ম্যাচে সাড়ে ৪ পয়েন্ট পেয়ে রাজ্য সেরা হয় মেট্রিক্স চেস আকাদেমির আন্তরীপ আচারিয়া। ৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে আদ্রুশ কর্মকার। সমসংখ্যক পয়েন্ট পেয়ে পীতম্বর দেবনাথ তৃতীয়, সাড়ে ৩ পয়েন্ট পেয়ে ভোকলসে রুদ্র মজুমদার চতুর্থ এবং অভ্রনীল দে পঞ্চম স্থান দখল করে। বালিকা বিভাগে প্রত্যাশিতভাবেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আরাধ্যা দাস। ৪ রাউন্ডে পুরো ৪ পয়েন্ট পেয়ে। সাড়ে ৩ পয়েন্ট পেয়ে নিলাক্ষী দেবনাথ দ্বিতীয়, ৩ পয়েন্ট পেয়ে নাভ্যা দে,আড়াই পয়েন্ট পেয়ে অদ্রিজা সাহা এবং ২ পয়েন্ট পেয়ে ঐশানি ভৌমিক পঞ্চম স্থান দখল করে। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়। প্রতি বিভাগের প্রথম দুই দাবাড়ু জাতীয় আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। রাজ্য সেরা হওয়া দুই দাবাড়ুকে অভিনন্দন জানিয়েছেন মেট্রিক্স চেস আকাদেমির কর্ণধার প্রসেনজিৎ দত্ত এবং আগরতলা শাখার কোচ কিরীটী দত্ত।
2023-09-10

