বিশ্ব আত্মহত্যা প্রতিহত দিবস উপলক্ষে রাজধানীতে রেলি অনুষ্ঠিত

আগরতলা, ১০ সেপ্টেম্বর।। বিশ্ব আত্মহত্যা প্রতিহত দিবস উপলক্ষে রবিবার আগরতলায় এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটির উদ্যোগে এই রেলি সংঘটিত করা হয়। রেলীটি আইএমএ অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রেলির আনুষ্ঠানিক সূচনা করেন আইএমএ-র সভাপতি ডঃ সঞ্জীব দেববর্মা। এদিন রেলিতে অংশগ্রহণ করে আইএমএ সভাপতি সঞ্জীব দেববর্মা বলেন গত কয়েক বছর ধরে আমাদের রাজ্যে আত্মহত্যার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলেছে। এই রাজ্যে আত্মহত্যার হার দেশের অন্যান্য রাজ্যের চেয়ে অনেক বেশি। তথ্য দিতে গিয়ে তিনি বলেন আত্মহত্যার জাতীয় গড় হল এক হাজারে বারো জন। অথচ ত্রিপুরায় এ হার ২০.০৮ শতাংশ। মোট মৃত্যুহার এর ৩৯ শতাংশই আত্মহত্যা জনিত বলে উল্লেখ করেন তিনি। ডঃ সঞ্জীব দেববর্মা বলেন আত্মহত্যা কোন রোগ নয়। আত্মহত্যা হলো কোনো একটি ঘটনার প্রতিফলন। যুবক যুবতীদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি বলে তিনি উল্লেখ করেন। কর্মসংস্থানের অভাবসহ নানা কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়েই আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে। আত্মহত্যার প্রবণতা বন্ধ করতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাতে হবে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *