জি-২০ শীর্ষ সম্মেলনে দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত রাজধানী দিল্লি । আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে দিল্লিতে বসছে চাঁদের হাট । এই সম্মেলনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে দিল্লিজুড়ে। দিল্লি পুলিশ ও প্যারা মিলিটারিসহ সমস্ত কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কর্মীদের মোতায়েন করা হয়েছে রাজধানীর নিরাপত্তার দায়িত্বে। দিল্লির প্রায় ২৩টি হোটেলে বহুস্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেখানে শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রপ্রধানরা থাকবেন।

পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা, অঞ্চল-২) সাগর প্রীত হুদা বলেন, জি-২০ শীর্ষ সম্মেলন ঘিরে নিরাপত্তার জন্য সবরকমের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নয়াদিল্লির সব সরকারি উঁচু ভবনগুলো সিল করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, দিল্লি সংলগ্ন দরিয়াগঞ্জ ও কমলা মার্কেট এলাকার সমস্ত বহুতল ভবন তিন দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।

এদিকে, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানকারী রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থাগুলির প্রধানদের স্বাগত জানাতে ভারত জোরদার প্রস্তুতি নিয়েছে। ভারত মন্ডপমেই হতে চলেছে দুই দিনের জি–২০ শীর্ষ সম্মেলন। নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে আন্তর্জাতিক সম্মেলনস্থল ‘ভারত মন্ডপম’, অনেক আগে যার নাম ছিল ‘প্রগতি ময়দান’। এই সম্মেলনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে দিল্লিজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *