প্রথম ডিভিশনের ফের ভাইটাল ম্যাচে রামকৃষ্ণ-লালবাহাদুর মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। চন্দ্র মেমোরিয়াল লীগের ফের ভাইটাল ম্যাচ আগামীকাল। দ্বিতীয় বড় ম্যআচও বলা যেতে পারে। টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলের। শনিবার বড় ম্যাচে মুখোমুখি হবে লালবাহাদুর ব্যায়ামাগার এবং রামকৃষ্ণ ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। আসরে ৩ ম্যাচ খেলে কৌশিক রায়ের দল জয়ের ধারা অব্যাহত রাখলেও সুজিত ঘোষের লালবাহাদুর ব্যায়ামাগার শেষ ম্যাচে হোঁচট খেয়েছিলো। ফলে মানসিক দিক দিয়ে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে রামকৃষ্ণ ক্লাব। দু-দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল কোনও দলকেই তেমনভাবে এগিয়ে রাখা যাচ্ছে না। যে দলের মাঝমাঠের ফুটবলাররা বল নিজেদের দখলে নিতে পারবে সেই দলই বড় ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে। তবে দু-দলের আক্রমণভাগের ফুটবলারদেরও গুরু দায়িত্ব নিতে হবে। লালবাহাদুরকে যথেষ্ট গুরুত্ব দিলেও জয় নিয়ে আশাবাদী রামকৃষ্ণ কোচ। তাঁর ঠোটের কোণে খেলে যাওয়া   হাঁসিতে যথেষ্ট আত্মবিশ্বাসের ছাপ লক্ষ্য করা গেছে। এদিন সকালে অনুশীলন শেষে রামকৃষ্ণ ক্লাবের কোচ কৌশিক রায় বলেন, “বিপক্ষ দল যথেষ্ট শক্তিশালী। আমাদের সতর্ক হয়ে মাঠে নামতে হবে। তবে আমার ছেলেরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বো”। শেষ ম্যাচে এগিয়ে চলোর বিরুদ্ধে পরাজয়ে মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকলেও গোটা ক্লাব কর্তারা উৎসাহ দিয়ে চলছেন ফুটবলারদের। কোচ সুজিত ঘোষও রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে সাফল্য পাবে বলে আশাবাদী। ফুটবল প্রেমীরা আগামীকাল ভালো ম্যাচ দেখা নিয়ে যথেষ্ট আশাবাদী।‌