ধনপুর কেন্দ্রের মানুষ সিপিএমকে বর্জন করেছে : বিন্দু দেবনাথ 

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ধনপুর কেন্দ্রের মানুষ  সিপিএমকে বর্জন করেছে।আজ জয়ী হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ।

তাঁর দাবি, ত্রিপুরায় ডাবল ইঞ্জিন সরকার চলছে। যার ফলে রাজ্যে ধারাবাহিক ভাবে উন্নয়ন হচ্ছে। এখন থেকে ধনপুর ত্রিপল ইঞ্জিনের সরকার চলবে। ফলে উন্নয়নের ধারা বয়েই চলবে।

তাঁর কটাক্ষ, সিপিএম ফলাফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে। ফলে ধনপুরে বিরোধীদের দেখা যায়নি।