আগরতলা, ৮ সেপ্টেম্বর : ত্রিপুরায় দুইটি আসনে উপনির্বাচনে জয়ের পথে এগিয়ে চলেছে বিজেপি। বক্সনগর এবং ধনপুর কেন্দ্রে গণনা শুরু হওয়ার পর থেকে বড় মার্জিনে এগিয়ে রয়েছে বিজেপির তোফাজ্জল হোসেন এবং বিন্দু দেবনাথ।
নির্বাচন কমিশনের প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বক্সনগরে দ্বিতীয় রাউন্ডের পর বিজেপির তোফাজ্জল হোসেন পেয়েছেন ১৪৭১১টি ভোট। অন্যদিকে সিপিএমের মিজান হোসেন পেয়েছেন মাত্র ৫৩৪টি ভোট। তেমনি ধনপুরে প্রথম রাউন্ডের গণনা শেষে বিজেপির বিন্দু দেবনাথ পেয়েছেন ৫৩৪১টি ভোট এবং সিপিএমের কৌশিক চন্দ পেয়েছেন ১২৭৬টি ভোট।

