মুম্বই, ৭ সেপ্টেম্বর (হি.স.): কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা উচিত নয়। এই অভিমত পোষণ করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সনাতন ধর্ম প্রসঙ্গে তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য প্রসঙ্গে বৃহস্পতিবার সঞ্জয় রাউত বলেছেন, “আমি সেই বিবৃতিটি শুনেছি…উদয়নিধি স্ট্যালিন একজন মন্ত্রী এবং কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করবে না এবং এই ধরনের বিবৃতি দেওয়া থেকে বিরত থাকা উচিত।”
সঞ্জয় রাউত আরও বলেছেন, “এটি ডিএমকে-এর দৃষ্টিভঙ্গি অথবা তাঁর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হতে পারে। এই দেশে প্রায় ৯০ কোটি হিন্দু বাস করে এবং অন্যান্য ধর্মের মানুষজনও এই দেশে বাস করেন, তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা উচিত নয়।” উল্লেখ্য, উদয়নিধি স্ট্যালিন হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে। সম্প্রতি সনাতন ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সে বলে, “কিছু জিনিসের বিরোধিতা করা যায় না, তা বাতিল করা উচিত। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া অথবা করোনার বিরোধিতা করতে পারি না। সেগুলি আমাদের নির্মূল করতে হবে। এভাবেই আমাদের সনাতন ধর্মকেও নির্মূল করতে হবে।”