ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর।।জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে আগামীকাল মাঠে নামছে এগিয়ে চলো সঙ্ঘ। প্রতিপক্ষ অনেকটা সমৃদ্ধ দল বীরেন্দ্র ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। ধার, ভার এবং শক্তি- তিন বিভাগেই বীরেন্দ্র থেকে অনেক এগিয়ে মাঠে নামবে কর্ণেন্দু দেববর্মা-র এগিয়ে চলো সঙ্ঘ। তারপরও যথেষ্ট সংযত এগিয়ে চলো সঙ্ঘ শিবির। যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বীরেন্দ্র ক্লাবকে। কোচ কর্ণেন্দু দেববর্মা-র মুখে সেই একই সুর। স্পষ্টভাবে বলেন,”স্থানীয় ফুটবলারদের নিয়ে যথেষ্ট লড়াকু দল বীরেন্দ্র। যে কোনও দলকে যে কোনও দিন আটকে দিতে পারে। তাই আমাদের বাড়তি সতর্ক”। সতর্কতার খোলস ঝেড়ে ফেলে দিলো যখন বললেন,”আমার ছেলেরা পুরো প্রস্তুত। ভালো খেলে বীরেন্দ্র ম্যাচ থেকে পুরো পয়েন্ট ছিনিয়ে নিয়ে আনতে। লক্ষ্য থাকবে শুরুতেই গোল তুলে নেওয়া। যাতে শেষের দিকে চাপমুক্ত হয়ে খেলতে পারে দলীয় ফুটবলাররা”। রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করেই এগিয়ে চলোর বিরুদ্ধে খেলবে বীরেন্দ্র ক্লাব। এমনই ছক কষেছেন বীরেন্দ্র কোচ সুবোধ দেববর্মা। সুধন্ব্য দেববর্মা স্কুল মাঠে অনুশীলন শেষে বুধবার টেলিফোনে বীরেন্দ্র কোচ বলেন,”আমাদের থেকে বিপক্ষ দলই চাপে থাকবে বেশী। তাই আমরা চাপমুক্ত হয়েই মাঠে নামতে পারবো। লক্ষ্য থাকবে বিপক্ষ থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়া”।
2023-09-06

