দেশের প্রথম সোলার সিটির উদ্বোধন করবেন শিবরাজ সিং চৌহান

ভোপাল, ৬ সেপ্টেম্বর (হি.স) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশের প্রথম সোলার সিটির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন প্রতিটি রাজ্যে সৌরনগর তৈরি করা। বুধবার শিবরাজ সিং চৌহান সেই স্বপ্নের বাস্তবায়ন করবেন।

মধ্যপ্রদেশ রাজ্যের রাইসেন জেলায় বিখ্যাত বৌদ্ধ পর্যটন কেন্দ্র সাঁচিতে দেশের প্রথম সোলার সিটির উদ্বোধন করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। জনসংযোগ আধিকারিক সুনিতা দুবে সূত্রে এই তথ্য জানা গিয়েছে। সাঁচি স্টেডিয়ামে বুধবার বিকেল ৪টে নাগাদ এই উদ্বোধনী অনুষ্ঠানটির শুভারম্ভ হওয়ার কথা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, মন্ত্রী হরদীপ সিং ডাং, জ্বালানি মন্ত্রী প্রদ্যুমন সিং তোমর, স্বাস্থ্যমন্ত্রী ডাঃ প্রভুরাম চৌধুরী, সমবায় মন্ত্রী অরবিন্দ ভাদোরিয়া, শক্তি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান গিররাজ দান্দোটিয়া, সাংসদ রমাকান্ত ভার্গব, বিধায়ক রামপাল সিং সুরেন্দ্র পাটওয়া, দেবেন্দ্র প্যাটেল, জেলা পঞ্চায়েত সভাপতি যশবন্ত সিং মীনা প্রমুখ।

যশবন্ত সিং মীনা বলেন, পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক পর্যায়ে যে প্রচেষ্টা চালানো হচ্ছে সেই দিক দিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাঁচি সোলার সিটি বছরে প্রায় ১৩৭৪৭ টন কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমাবে, যা প্রায় ২.৩ লক্ষ প্রাপ্তবয়স্ক গাছের সমান। এর পাশাপাশি সরকার ও নাগরিকদের জ্বালানি সংক্রান্ত ব্যয়ে বছরে সাত কোটি টাকারও বেশি প্রত্যক্ষ বা পরোক্ষ সাশ্রয় করবে । সাঁচীকে সৌর নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবেশবান্ধব সুবিধার মাধ্যমে পরিবেশ দূষণ কমিয়ে পর্যটনকে আকৃষ্ট করার চেষ্টাও করা হবে। বিভিন্ন জায়গায় সোলার ওয়াটার কিয়স্ক বসানো হয়েছে। শহরে চারটি ব্যাটারি চালিত ই-রিকশা চলবে। এগুলি দূষণ করবে না। শহরে দুটি ব্যাটারি চালিত গারবেজ ভ্যানও চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *