কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : ইণ্ডিয়া নাম পরিবর্তন করে ভারত রাখার বিষয়ে এবার সুর চড়ালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন নামকরণের পেছনে ‘নজর ঘোরানো’ তত্ত্ব তুলে ধরলেন তিনি। টুইটে নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রকে তুলোধোনা অভিষেকের।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন টুইটারে জানান, ইণ্ডিয়া বনাম ভারত মূলত বিজেপি সরকারের নজর ঘোরানোর একটি কৌশল। ডাবল ইঞ্জিন এবং জাতীয়তাবোধ নিয়ে কেন্দ্রীয় সরকার ঠুনকো প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি বলে জানান অভিষেক।
তিনি বলেন, আকাশছোঁয়া জিনিসপত্রের দাম, মুদ্রাস্ফীতি, সাম্প্রদায়িক অশান্তি, কর্মসংস্থানের অভাব, সীমান্তে সমস্যা নিয়ে দেশে একাধিক সমস্যা রয়েছে। সেগুলি নিয়ে আলোচনা না করে নজর ঘোরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।