কলকাতা, ৬ সেপ্টেম্বর(হি.স.): বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আগামীকাল বৃহস্পতিবার আর্জেন্টিনার সামনে ইকুয়েডর। ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পর মেসি আবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন। তার মেসি-ম্যাজিক দেখার অপেক্ষায় এখন গোটা বিশ্ব।
আগামীকাল বুয়েনস এয়র্সে প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবেন মেসিরা। এরপর ১২ সেপ্টেম্বর বলিভিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ তাঁদের। এই দুই ম্যাচেই বিশ্বজয়ী অধিনায়কই নেতৃত্ব দেবেন দলকে।
আর্জেন্টিনা, ব্রাজিল এবং উরুগুয়ে রাউন্ড রবিন লিগ থেকে বিশ্বকাপে সরাসরি অংশ নেবে। যোগ্যতা অর্জন পর্ব চলবে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত। ২০২৬ সালের বিশ্বকাপের বল গড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাতে।