রায়পুর, ৬ সেপ্টেম্বর (হি.স.): বিরোধীদের আইএনডিআইএ জোটকে উপেক্ষা করতেই “ভারত” শব্দবন্ধ ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। বললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বাঘেল বলেছেন, “আসলে বিরোধীদের আইএনডিআইএ জোটকে উপেক্ষা ও এড়িয়ে যেতেই ভারত শব্দ ব্যবহার করছে কেন্দ্র।”
কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, যদি ভারত নামে কোনও জোট তৈরি হয় তাহলে কেন্দ্র কী করবে? বাঘেল প্রশ্ন করেছেন, “কেন্দ্র কী তাহলে সেই নামও পরিবর্তন করবে?” বাঘেল বলেছেন, “আমরা রাষ্ট্রপতির কাছ থেকে আমন্ত্রণ পত্র পেয়েছি, এযাবৎ ”প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া” থেকে আমরা আমন্ত্রণ পত্র পেতাম, এবার আমন্ত্রণ পেলাম ”প্রেসিডেন্ট ও ভারত” থেকে, ইন্ডিয়া শব্দে কী কোনও সমস্যা আছে?”