আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় বক্সনগর ও ধনপুর কেন্দ্রে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে।ইতিমধ্যে ধনপুর বিধানসভা কেন্দ্রে বড়নারায়ণ স্কুলে ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
এদিন প্রতিমা ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এয়োদশ বিধানসভা নির্বাচনে ধনপুরে বিজেপিকে জয়ী করে ইতিহাস সৃষ্টি করেছে জনগণ,এবারও উপনির্বাচনে ধনপুরবাসী বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবে। বক্সনগর ও ধনপুর দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের ১০০ শতাংশ জয় নিশ্চিত বলে আাশা ব্যক্ত করেন তিনি।
পাশাপাশি আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্ব সরকার হ্যাটট্রিক করবে বলে দাবি প্রতিমা ভৌমিক।

