কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.): আপাতত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকালেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে।
হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সাময়িকের জন্যই গরম থেকে স্বস্তি মিলছে। বৃষ্টি থামতেই বাড়ছে গরম, আর্দ্রতার অস্বস্তি অনুভূত হচ্ছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৬-৯ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে, আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। বাড়বে গরমের দাপট।

