আগরতলা, ৫ সেপ্টেম্বর : সকাল সাতটা থেকে ত্রিপুরায় দুটি কেন্দ্রে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যে ধনপুর কেন্দ্রে চন্দুল কালাপাথীয়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ।
বিন্দু দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ধনপুর কেন্দ্রের গনদেবতারা উন্নয়নের নিরিখে ভোট দিচ্ছেন।
তাঁর দাবি, এখন পর্যন্ত ভোটের শতাংশ থেকে বোঝা যাচ্ছে মানুষ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন, এখন শুধু ভোটের ফল প্রকাশের অপেক্ষায় দিন গুনছেন জনগন। ধনপুর কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হবে দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।

