লখিমপুরে আফ্ৰিকান সোয়াইন ফ্লুর বিভীষিকা, নিধন এক হাজারের বেশি শূকর

লখিমপুর (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : লখিমপুরে আফ্ৰিকান সোয়াইন ফিভার সংক্ৰমণের বিভীষিকার পরিপ্রেক্ষিতে নিধন করা হয়েছে এক হাজারের বেশি ফার্মের শূকর।

আজ লখিমপুরের দশ সদস্যের এক পশু চিকিৎসকের দল বিদ্যুতের শক দিয়ে এক হাজারের বেশি শূকরকে নিধন করেছে। এদিন সকাল থেকে এই নিধনযজ্ঞ চালিয়েছিল চিকিৎসকের দল।

লখিমপুরের লামুগাঁওয়ে বিভীষিকার সৃষ্টি করেছে ভয়াবহ আফ্ৰিকান সোয়াইন ফ্লু। তাই এই সংক্রমণ রোধ করতে গ্রামের রতন গগৈয়ের সহস্ৰাধিক শূকর নিধন করেছে পশু চিকিৎসকের দল।
এ ঘটনায় সংশ্লিষ্ট শূকর ফাৰ্মের মালিক সহ কৰ্মরত কৰ্মচারীদের মাথায় হাত পড়েছে। রতন গগৈয়ের শূকর ফাৰ্মে ১০-১২ জন কাজ করে তাঁদের পরিবার প্রতিপালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *