৭টি ট্রেনের স্টপেজ বাড়ল রাজ্যে, টুইটে রেলকে শুভেচ্ছা শুভেন্দুর

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি স)। একাধিক দূরপাল্লার ট্রেনের নতুন স্টপেজ দেওয়ার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়া এবং শিয়ালদা থেকে একাধিক দূরপাল্লার ট্রেনের নতুন স্টপেজ দেওয়া হয়েছে একাধিক জেলায়। দীর্ঘদিন ধরে স্টপেজ দেওয়ার দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের।

হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হচ্ছে ঝন্টিপাহাড়ি স্টেশনে। শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হচ্ছে মালদা জেলার কুমেদপুর স্টেশনে। হাওড়া থেকে বারবিল জন শতাব্দী এক্সপ্রেসে ঝাড়গ্রাম স্টপেজ দেওয়া হচ্ছে। উত্তর দিনাজপুর জেলায় ডালখোলায় তিস্তা তোর্সা এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হচ্ছে।

হাওড়া থেকে হাতিয়া ক্রিয়া যোগ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া হবে পুরুলিয়া জেলার সুইসা স্টেশনে। কলকাতা থেকে গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার পানাগড় স্টেশনে। এছাড়া দুমকা রাঁচি এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হবে পুরুলিয়া জেলার পুন্ডাগ স্টেশনে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন জানান, ভারতীয় রেলের এই সমস্ত ট্রেন গুলির স্টপেজ দেওয়ার কারণ সংশ্লিষ্ট স্টেশনগুলির সংলগ্ন এলাকার সাধারণ মানুষরা অনেকটা উপকৃত হবেন। নতুন এই স্টপেজের জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানান তিনি। বিজেপি বিধায়ক এবং সাংসদদের দাবি অনুযায়ী রেলের তরফে এই নতুন স্টপেজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *