মুঙ্গিয়াকামী তুইমধু এলাকা থেকে উদ্ধার প্রকার পরিমাণ ড্রাগস সহ বিভিন্ন অবৈধ  সামগ্রী, আটক তিনজন 

আগরতলা, ৩ সেপ্টেম্বর।। তেলিয়ামুড়া থানার পুলিশ ও সিআরপিএফ জোয়ানরা যৌথ অভিযান চালিয়ে চাকমাঘাট এলাকার তুইমধু এলাকা থেকে প্রচুর পরিমাণ অস্ত্রসহ নগদ টাকা উদ্ধার করেছে। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। 

ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে মুঙ্গিয়াকামী তুইমধু এলাকার ঘণি মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণ ড্রাগস, অস্ত্রশস্ত্র সহ অবৈধ সামগ্রী রয়েছে। সেই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং ৭১ নম্বর সিআরপিএফ বাহিনীর জোয়ানরা যৌথ অভিযান চালায়। অভিযান চালিয়ে যথারীতি সাফল্য পায় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। ঘনী মিয়ার বাড়ি থেকে প্রচুর পরিমাণ ড্রাগস, কৌটা ও সিরিন্স উদ্ধার হয়েছে। এছাড়া ওই বাড়ি থেকে নগদ ২৩ হাজার ৭২৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এগুলো ড্রাগস বিক্রির টাকা বলে অনুমান করা হচ্ছে। পুলিশ বাড়ির মালিক ঘনি মিয়া সহ আরো তিনজনকে আটক করে জোরদার জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। তাদের কাছ থেকে আরও তথ্য উদ্ধার করে এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রেখেছে। উল্লেখ্য তেলিয়ামুড়া থানার বিস্তীর্ণ এলাকা জুড়ে নেশার  বারবাড়ন্ত দীর্ঘদিন ধরেই এলাকার মানুষজনকে অতিষ্ঠ করে তুলেছে।  নেশার সাগরে ভাসছে যুবসমাজ। যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করার জন্য পুলিশ এ ধরনের তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *