আগরতলা, ৩ সেপ্টেম্বর।। পূর্ব কাওলিখুরা ৩ নং ওয়ার্ড এলাকা থেকে এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা শ্যামাপ্রসাদ রাজকুমার বিগত ছয় বছর পূর্বে পশ্চিম কাওলিখুরা ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা রুবি সিনহাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। বিয়ের পর ওদের সংসার ভালোই চলছিল। তবে হঠাৎই ঘটে বিপত্তি। গতকাল সকালবেলা স্বামী শ্যামাপ্রসাদ রাজকুমার কাজে চলে যায় এবং বাড়িতে একাকিত্বের সুযোগ নিয়ে রুবি সিনহা কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এরপর কাজ থেকে বাড়ি ফিরে এসে ওই ব্যক্তি উনার স্ত্রীকে খুঁজে না পেয়ে এক প্রকার চিন্তিত হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজি করার পরও তার স্ত্রীর কোন হদিস না পেয়ে তার শ্বশুরবাড়ির লোকেদের সহায়তায় গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যাবেলা কৈলাশহর মহিলা থানায় একটি মিসিং ডায়েরি করে। তবে কি কারণে এভাবে রুবি সিনহা নিখোঁজ হয়ে গেল তা এখনো জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
2023-09-03