রেড এফএম-এর কর্পোরেট ক্রিকেটে চ্যাম্পিয়ন ত্রিপুরা পুলিশ 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর।।  রেড এফএম আয়োজিত কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে ৬ উইকেটে হেরে রানার্স খেতাবে সন্তুষ্ট থাকতে হয়েছে ওএনজিসি এমপ্লয়িজ ওয়েলফেয়ার টিমকে। ওএনজিসি কে.ভি গ্রাউন্ডে আজ, রবিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৬ উইকেটের ব্যবধান ওএনজিসি-কে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। এর আগে সেমিফাইনাল ম্যাচে ওএনজিসি দল এক্সিস ব্যাংক-কে হারিয়ে এবং ত্রিপুরা পুলিশ, পি ডব্লিউ ডি দলকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছিল। এছাড়া, মাঠে এক বিশেষ অনুষ্ঠানে ক্রীড়া ব্যক্তিত্ব ধারাভাষ্যকার সীতেশ ভট্টাচার্য সিনিয়র ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ, অভিষেক দে, অনির্বাণ দেব, বাপন দাস, আম্পায়ার সন্তোষ দাস সহ বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্বকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। টুর্নামেন্ট ও ম্যাচ পরিচালনায় সুকান্ত সাহা, বাপন হোসেন, সবুজ খান প্রমূখদের ভূমিকা অনস্বীকার্য। ১৬ টি দলকে নিয়ে প্রায় পক্ষকাল ধরে আয়োজিত এই টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সাফল্যমন্ডিত হওয়ায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *