ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।। ত্রিপুরা স্পোর্টস স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তররের উদ্যোগে বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলে চারদিন ব্যাপী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রাজ্যভিত্তিক ৪র্থ শ্রেণীর নতুন ভর্তি প্রক্রিয়া চলছে । ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। শুক্রবার সকাল থেকে সোমবার পর্যন্ত আট জেলার খেলোয়াড়রা এতে অংশ নেয়। ৬৪জন ছেলে ও ৫৩জন মেয়ে মোট একশ সতের জন অংশগ্রহণ করে। তবে অনেকেই অনুপস্থিত রয়েছে। মোটর এবিলিটি টেষ্টে সিট এন্ড রিচ, উচ্চতা, ওজন, স্ট্যান্ডিং ব্রড জাম্প, ষাট মিটার শাটেল রান, মেডিসিন বল থ্রো, তিরিশ মিটার ফ্লায়িং স্টার্ট, ভার্টিক্যাল জাম্প, মেডিক্যাল ও ফিজিক্যাল টেস্ট, একাডেমিক টেস্ট প্রভৃতি প্রক্রিয়ার মাধ্যমে খেলোয়াড়দের দক্ষতার মাধ্যমে ভর্তি করা হবে। যারা সুযোগ পাবে উত্তর, ঊনকোটি ও ধলাই জেলার খেলোয়াড়রা পানিসাগরে আর বাকী অন্য জেলার খেলোয়াড়রা বাধারঘাট স্পোর্টস স্কুলে ভর্তি হবে। অভিভাবক অভিভাবিকা ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। তবে তাদের প্রত্যেকের বয়স দশ থেকে এগার বছরের মধ্যে চতুর্থ শ্রেণীতে পাঠরত হতে হবে। বিশেষজ্ঞ ক্রীড়া ব্যক্তিত্বরা এই প্রক্রিয়া পরিচালনা করছেন। আগামী সোমবার বিকেল পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে স্পোর্টস স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে।
2023-09-02