আগরতলা, ২ সেপ্টেম্বর।। আমতলী থানাধীন গোকুলনগর পালপাড়া এলাকা থেকে এক নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত ব্যক্তির নাম শঙ্কর দেবনাথ, তার বাড়ি বিশালগড় গোকুলনগর পালপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, তিনি শুক্রবার বিকেলে ফুলতলীস্থিত নিজ দোকানে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। রাত প্রায় ৯ টা নাগাদ বাড়ি থেকে ফোন গেলে তিনি বলেন, তার বাড়ি আসতে দেরি হবে। কিন্তু অনেক সময়ে হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। রাত ১২ টা নাগাদ ফোন করলে মোবাইল সুইচ অফ আসে। এদিকে শনিবার সকালে ফুলতলী গ্রাম পঞ্চায়েটের পেছনের এলাকায় শঙ্কর দেবনাথের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় আমতলী থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। তবে মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে মৃতদেহের পাশ থেকে একটি কিটনাশকের বোতল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক টিমের সদস্যরা পৌঁছেছেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারে কোনো সমস্যা ছিল না বলে দাবি পরিবারের সদস্যদের। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।
2023-09-02