ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।। রেড এফএম আয়োজিত কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল সাড়ে নয়টায় প্রথম সেমিফাইনালে ওএনজিসি এবং অ্যাক্সিস ব্যাঙ্ক পরস্পরের মুখোমুখি হবে। সাড়ে দশটায় দ্বিতীয় সেমিফাইনালে ত্রিপুরা পুলিশ দল খেলবে পিডব্লিউডি দলের বিরুদ্ধে। বিজয়ী দুই দল বেলা একটায় ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। এর আগে উদ্যোক্তাদের পক্ষ থেকে বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা জানাবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য এবং চূড়ান্ত পর্যায়ের খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
2023-09-02