হিমাচল প্রদেশে আবগারি দফতরের ৩৩ আধিকারিককে বদলির নির্দেশ

শিমলা, ২ সেপেম্বর (হি.স) : হিমাচল প্রদেশ সরকার আবগারি দফতরের অফিসারদের বিভিন্ন স্থানে বদলি করেছে। আবগারি দফতরের সহকারী কমিশনারদের বদলি করা হয়েছে। যেসব আধিকারিক দীর্ঘদিন ধরে একই স্থানে কর্মরত ছিলেন, তাদের অন্যত্র বদলির নির্দেশ দিয়েছে হিমাচল প্রদেশ সরকার।

সমবায় আবগারি কমিশনার নভজ্যোত শর্মাকে ধর্মশালা থেকে উনায়, সঞ্জীব কুমারকে ধর্মশালা থেকে জ্বালালি, বিনোদ কুমারকে উনা থেকে ভরঞ্জে, ঋষভ কুমারকে পাওন্তা সাহেব থেকে সোলানে, সন্দীপ আত্রিকে সাটাউন থেকে ধর্মশালায় স্থানান্তরিত করা হয়েছে।

অন্যদিকে, সন্তোষ কুমারকে মল রোড সিমলা থেকে নালাগড় টু, কমল ঠাকুরকে বিলাসপুর থেকে সাটাউন, যোধ সিংকে উনা থেকে ধর্মশালা ওয়ান, অরবিন্দ কুমারকে বঙ্গনা থেকে নাদৌনে, আরশি শর্মাকে বাদ্দি ওয়ান থেকে বিলাসসুপারে বদলি করা হয়েছে। এইরকমভাবে সহকারী কমিশনার কপিল নাথকে জ্বালালি থেকে বঙ্গনা, পঙ্কজ সুদকে আম্বোটা থেকে সুন্দরনগর টু, সুরেন্দ্র কুমারকে সুন্দরনগর থেকে আম্বোটা, গগনেশ কুমারকে হামিরপুর থেকে বিবিএন, রজনীশ ডোগরাকে আম্ব থেকে সোলানে, বাবুরাম নেগিকে আম্বোটা থেকে সোলানে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *