রাজ্যে প্রবেশের পথে ১০ কোটি টাকার  নেশা সামগ্রী উদ্ধার

আগরতলা, ২ সেপ্টেম্বর।। রাজ্য সরকারের কঠোর মনোভাবকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে হেরোইন সহ ভয়ংকর নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। পুলিশ ও গোয়েন্দা বিভাগ নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি বজায় রাখলেও অনেক ক্ষেত্রেই নজরদারি এড়িয়ে নানা কৌশলে নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসা হচ্ছে। শনিবার সকালে উত্তর ত্রিপুরা জেলার দামছড়ায় নেশা বিরোধী অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। জানা যায়
নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সাফল্য পেয়েছে দামছড়া থানার পুলিশ। অসম থেকে ত্রিপুরা প্রবেশের পথে দামছড়া নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে ১০০টি সাবানের বাক্সে মোট ১ কেজি ৩০০ গ্রাম হিরোইন উদ্ধার করেছে পুলিশ। সাথে বহি:রাজ্যের এক যুবককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত হিরোইনের বাজার মূল্য আনুমানিক দশ কোটি টাকা হবে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। শনিবার সকালে দামছড়া নাকা চেকিং- এ বসে আরক্ষা বাহিনী।তখন পুলিশ সন্দেহভাজন একটি সাদা রঙের বলেরো গাড়িকে আটক করে তল্লাশি চালিয়েছে। গাড়ির গোপন চেম্বার থেকে ১০০টি সাবানের বাক্সের মোট ১ কেজি ৩০০ গ্রাম হিরোইন মজুত ছিল।সাথে গাড়ির চালক অসমের করিমগঞ্জ জেলার খলিল উদ্দিন নামে এক যুবককে আটক করা হয়েছে।ঘটনার তদন্তে নেমেছে দামছড়া থানার পুলিশ। গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িতদের চালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য বশির রাজ্য থেকে এ ধরনের মারাত্মক নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসার প্রবণতা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। এ ধরনের ভয়ংকর নেশার কবলে পড়ে যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। যুব সমাজকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য পুলিশ প্রশাসন সহ সমাজের সচেতন সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। রাজ্য সরকারের এই আহবানে সাড়া দিয়েই পুলিশ একের পর এক নেশা বিরোধী অভিযান চালিয়ে এ ধরনের সাফল্য অব্যাহত রেখেছে। উত্তর জেলার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *