পাটনা, ১ সেপ্টেম্বর (হি.স.): বিহারের ভোজপুরে দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বিহারের ভোজপুর জেলার আরা-সাসারাম রাজ্য সড়কের চরপোখারি থানার অন্তর্গত সেমরাও গ্রামে। দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা হল সোনু সাহ ও তাঁর ১০ বছরের শিশু, এবং ওম প্রকাশ নামক আর এক ব্যক্তি।
সোনু পেশায় একজন অটো চালক এবং ওম প্রকাশ একজন শ্রমিক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন, মৃত সোনু সাহের স্ত্রী কুমকুম কুমারী, কীর্তি কুমারী, ১০ মাসের শিশু রুচি কুমারী প্রমুখ। পুলিশ মৃতদের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।