১৮-২২ সেপ্টেম্বর বসছে সংসদের বিশেষ অধিবেশন, ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা যোশীর

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বসছে সংসদের বিশেষ অধিবেশন। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর মাত্র ৫ দিনের জন্য বসতে চলেছে সংসদের এই বিশেষ অধিবেশন। অমৃতকালে এই অধিবেশন ফলপ্রসূ হবে বলেই আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। বিরোধী দলের কাছে তাঁর আশা, ফলপ্রসূ আলোচনা ও বিতর্কের জন্য অপেক্ষায় রয়েছি।

বৃহস্পতিবার এক্স (টুইটার) মাধ্যমে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, সংসদের বিশেষ অধিবেশন (সপ্তদশতম লোকসভার ১৩-তম অধিবেশন এবং রাজ্যসভার ২৬১-তম অধিবেশন) আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডাকা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, মোট ৫ দিনের মধ্যে এই অধিবেশন চলবে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আহ্বান জানিয়েছেন, অমৃত কালের মধ্যে সংসদে ফলপ্রসূ আলোচনা ও বিতর্কের জন্য অপেক্ষায় রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *