আগরতলা, ৩০ আগস্ট।। নাবালিকা ধর্ষণকাণ্ডে আসামীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিলো আদালত। ঘটনা ২০২২ সালের ২৮ জুলাই ধর্মনগর থানাধীন মঙ্গলখালি গ্রামে। আসামীর নাম রোশন আলি। ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগরের মঙ্গলখালী এলাকার এক নাবালিকাকে তার প্রতিবেশী বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে মুখে কাপড় চাপা দিয়ে ধর্ষণ করে। জানা যায় ঘটনার দিন নাবালিকার মা বাড়িতে ছিলেন না। প্রতিবেশী রোশন আলী সেই সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকার বাড়িতে এসে বলে তার মা নাকি তাকে বলে গেছে ছাগল পার্শ্ববর্তী এলাকায় বাধা রয়েছে সেখান থেকে ছাগলটি নিয়ে আসার জন্য। সে অনুযায়ী প্রতিবেশীর কথায় বিশ্বাস করে ওই নাবালিকা ছাগল আনতে গেলে ওই প্রতিবেশী যুবক নাবালিকাকে জোর করে জঙ্গলে নিয়ে গিয়ে মুখে কাপড় চাপা দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এব্যাপারে ধর্মনগর মহিলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়। মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার এই মামলার তদন্ত শেষ করে গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আদালতে চার্জশিট পেশ করেন। আদালত ২২ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে মামলার চূড়ান্ত রায় দেয়। পকসো আইনে অভিযুক্ত রোশন আলীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ এবং ১০ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়। অনাদায়ে অতিরিক্ত আরো ছয় মাস কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার ছিলেন ধর্মনগর মহিলা থানার সাব-ইন্সপেক্টর সঞ্চিতা নাথ।
2023-08-30