আগরতলা , ২৯ আগস্ট : স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং ত্রিপুরা হোলসেইল গ্রোসারি মার্চেন্ট এসোসিয়েশনের সহযোগিতায় আজ মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। ওই শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা হোলসেইল গ্রোশারি মার্চেন্ট এসোসিয়েশনের পদাধিকারিরা।
আয়োজিত এই দিনের শিবিরে স্থানীয় বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। শিবিরে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা রোগীদের এইদিন বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়েছে। ত্রিপুরা হোলসেইল গ্রোসারি মার্চেন্ট এসোসিয়েশনের এক কার্যকরতা আশা ব্যক্ত করে বলেন ,আজকের এই শিবির থেকে ২০০ থেকে ২৫০ জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করবে।

