কৈলাশহরে সন্তোষ দেবরায় স্মৃতি প্রাইজমানি ক্যারাম টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২৮ আগস্ট।।কৈলাসহরের প্রান পুরুষ প্রয়াত সন্তোষ দেবরায় স্মৃতি প্রাইজমানি ক্যারাম প্রতিযোগিতা সোমবার বিকেলে ডলুগাঁও-এর স্বর্গীয় নন্দেশ্বর শর্মার মন্ডপে হাওড় অঞ্চলের উদ্যোগে শুরু হয়। সন্তোষ দেবরায় স্মৃতি প্রাইজমানি ক্যারাম প্রতিযোগিতার উদ্ধোধন করেন প্রয়াত প্রান পুরুষ সন্তোষ দেবরায়ের সহধর্মিণী তথা কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায় এবং প্রয়াত সন্তোষ দেবরায়ের সুযোগ্য পুত্র বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায়। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিমল কর, হিমাংশ দাশ, ব্রজমোহন সিনহা, ত্রিলোকেশ্বর সিনহা, দুলাল দাশ, পিন্টু ঘোষ সহ আরও অনেকে। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধামোহন সিনহা। মূলত হাওড় অঞ্চলের উদ্যোগে এই ক্যারাম প্রতিযোগিতাটি শুরু হলেও স্থানীয় বিশিষ্ট সমাজসেবী নির্মল সিনহার নিজের একার তত্ত্বাবধানেই এই ক্যারাম প্রতিযোগিতাটি হতে যাচ্ছে। উদ্ধোধনী অনুষ্ঠান শুরুর পূর্বে প্রদীপ প্রজ্জ্বলন করে প্রয়াত প্রান পুরুষ সন্তোষ দেবরায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সকল অতিথিরা। ক্যারাম প্রতিযোগিতার আয়োজক নির্মল সিনহা জানান যে, এই ক্যারাম প্রতিযোগিতায় স্থানীয় যুবকদের পাশাপাশি আগরতলা, সাব্রুম, বিলোনিয়া, খোয়াই, আমবাসা, ধর্মনগর সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঞ্চাশটি দল অংশগ্রহণ করেছে। প্রয়াত সন্তোষ দেবরায়ের সহধর্মিণী চপলা রানী দেবরায় এবং সুযোগ্য পুত্র সন্দীপ দেবরায় ক্যারাম বোর্ডে গুটি মেরে প্রতিযোগীতার উদ্ধোধন করেন। অনুষ্টানে বক্তব্য রাখতে গিয়ে চপলা রানী দেবরায় আবেগ আপ্লুত হয়ে পড়েন। এভাবে ঘটা করে ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করায় চপলা রানী দেবরায় বলেন যে, বাস্তবে উনার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে ঠিকই কিন্তু আজ উনি দেখছেন উনার এক ছেলে নয় এবং এক মেয়ে নয়। উনার অনেক ছেলেমেয়ে রয়েছে চন্ডীপুর বিধানসভার এই ডলুগাও এলাকায়। প্রয়াত সন্তোষ দেবরায় এইসব এলাকার প্রতিটি বাড়ির মানুষের সাথে ছিলো আত্মীক সম্পর্ক। চন্ডীপুর বিধানসভার মানুষের সুখে দুঃখে সারা বছর তাদের পাশে থাকতেন প্রয়াত সন্তোষ দেবরায়। চন্ডীপুর বিধানসভা ডলুগাও এলাকার মানুষ প্রয়াত সন্তোষ দেবরায়কে এত বেশী ভালোবাসতেন তা উনি আজ এই ক্যারাম প্রতিযোগিতায় না আসলে জানতে পারতেন না।

উল্লেখ্য, কৈলাসহরের প্রান পুরুষ প্রয়াত সন্তোষ দেবরায় বিশিষ্ট সমাজসেবীর পাশাপাশি উনি প্রতক্ষ্য ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন। প্রয়াত সন্তোষ দেবরায় ভারতীয় জনতা পার্টির এক বিশ্বস্ত সৈনিক ছিলেন। উনি বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যও ছিলেন। প্রয়াত সন্তোষ দেবরায়ের একমাত্র  সুযোগ্য পুত্র বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায়ের পাশাপাশি একজন মেয়েও রয়েছে। মেয়ের নাম শংকরী দেবরায় এবং মেয়ের জামাতা হলেন ত্রিপুরা রাজ্য মন্ত্রীসভার হেভিওয়েট মন্ত্রী টিংকু রায়। ক্যারাম প্রতিযোগিতার আয়োজক নির্মল সিনহা জানান যে, ক্যারাম প্রতিযোগিতা শুরু আগে থেকে প্রয়াত সন্তোষ দেবরায়ের সহধর্মিণী তথা কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায় এবং পুত্র সন্দীপ দেবরায় এই ক্যারাম প্রতিযোগিতাটিকে সার্থক করে তোলার জন্য যেমন হাত বাড়িয়েছেন ঠিক তেমনি জামাতা তথা ক্রীড়া মন্ত্রী টিংকু রায়ও ক্যারাম প্রতিযোগিতা সফল ভাবে করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। ক্যারাম প্রতিযোগিতার প্রথম দিন রেকর্ড সংখ্যক দর্শক হাজির ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *