বনধকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় গ্রেফতার বহু পিকেটার

আগরতলা , ২৮ আগস্ট : ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে টি এস এফের ডাকা ত্রিপুরা বনধ রাজধানীতে ব্যর্থ হলেও রাজ্যের বেশ কিছু জায়গায় আংশিক প্রভাব পড়েছে।আজ সকাল ৬টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলবে বনধ।রাজ্যে জিরানিয়ার মাধব বাড়ি এলাকা,চম্পক নগর,চন্দ্র সাধুপাড়ায়, বড়মুড়া তথা হতাইকাতর,হেজামারা,বিশ্রামগঞ্জ ও মনুঘাটে চলছে বনধ। অবরোধ করে রাখা হয়েছে রাস্তা। আটকে দেওয়া হচ্ছে বহু যানবাহন।তাতে বিপাকে পড়ে সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ।বহু মানুষ বনধের জেরে অফিস আদালতে যেতে পারেননি।
এদিন বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন টি এস এফ -এর পিকেটাররা।টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি পিকেটাররা বড়মুড়ায় পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।পুলিশের সাথে পিকেটারদের ধস্তাধস্তি শুরু হয়।সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা।পরর্বতী সময়প পুলিশ পিকেটারদের আটক করেছে।

প্রসঙ্গত ,ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আজ ১২ ঘণ্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন। এই বনধকে সমর্থন জানিয়েছে রোমান স্ক্রিপ্ট ফক ককবরক চোবা বাআর এস কে সি সংগঠন। ককবরক ভাষাকে রোমান হরফে করার জন্য এর আগেও অনেক আন্দোলন সংঘটিত করা হয়েছে। এ ব্যাপারে রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেও তাদের তরফ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়নি। ফলে আজ সংগঠনের পক্ষ থেকে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের ডাকা ১২ ঘণ্টার ত্রিপুরা বনধকে সর্বাত্মক সফল করার আহবান জানিয়েছে।