নীরজ চোপড়াকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৮ আগস্ট (হি.স.) : বুদাপেস্টে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনার পদক জয় করে ইতিহাস রচনা করছেন ভারতের নীরজ চোপড়া। তিনি দ্বিচীয় রাউন্ডে ৮৮.১৭ মিটার থ্রো করে সোনার পদক জয় করেন। আর সেইসঙ্গে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় করলেন নীরজ চোপড়া। নীরজের এই সাফল্যের পর গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘প্রথমেই নীরজ চোপড়াকে অভিনন্দন জানাই। গোটা দেশ আজ তোমার জন্য গর্বিত। দেশের প্রথম খেলোয়াড় হিসেবে আজ বুদাপেস্টে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তুমি সোনার পদক জিততে পেরেছ। তোমার ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা রইল।’