ত্রিপুরায় অষ্টম রোজগার মেলা আয়োজিত হয়েছে

আগরতলা , ২৮ আগস্ট : সারা দেশের সাথে বিকশিত ভারত-এর রূপকল্প বাস্তবায়ন ও যুব ক্ষমতায়নের মাধ্যমে ত্রিপুরায় অষ্টম রোজগার মেলার আয়োজন করা হয়েছে।আজ আগরতলার শালবাগানস্থিত বিএসএফ ক্যাম্পে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ৪৫টি জায়গায় সরকারী চাকরিতে নির্বাচিত ৫১ হাজারেরও বেশি প্রার্থীকে ভার্চুয়ালি নিয়োগপত্র বিতরণ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এই ত্রিপুরায় অষ্টম রোজগার মেলার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন মোট ৪৪৭ জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।আজ বিএসএফ -২৮৫জন, সিআরপিএফ -১০০জন, সিআইএসএফ -৪৯ জন, এস এস বি -১২ জন এবং আইটিবিপি -১ জন নিয়োগপত্র পেয়েছেন।

এদিন প্রতিমা ভৌমিক বলেন, এই রোজগার মেলায় ইতিমধ্যেই গোটা দেশে এখনো পর্যন্ত মোট ৫ লক্ষেরও বেশী যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।আগামীতে আরো ৫ লক্ষ যুবক-যুবতীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র।

প্রধানমন্ত্রী সর্বদা দেশবাসীর ভালো দিকটাই চিন্তা করেছেন। কিভাবে দেশকে শক্তিশালী করা যায়, দেশের মানুষকে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যেই সর্বদা কাজ করে চলেছেন আমাদের প্রধানমন্ত্রী।দেশের সর্বোচ্চ সংখ্যক যুবশক্তিকে রাষ্ট্র নির্মাণে কাজে লাগানোই বিজেপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।