কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে সব রকম সতর্কতার আশ্বাস দিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি তৃণমূলের ছাত্র পরিষদের জন্মদিবসের অনুষ্ঠানে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আর কোনও পড়ুয়া এভাবে মারা পাবে না।”
অভিষেক বলেন, আমরা রাগিংমুক্ত ক্যাম্পাস চাই। যাঁরা বুথে সিসি ক্যামেরা চান, তাঁরাই বিশ্ববিদ্যালয়ে ক্যামেরা বসানোর বিরোধী। আমরা ক্যাম্পাসে সিসিটিভি বসাবো। এই প্রসঙ্গে অভিষেক তাঁদের উত্তর ২৪ পরগনার ঠাকুরবাড়িতে ঢুকতে না দেওয়ার প্রসঙ্গটাও আনেন।