আগরতলা, ২৭ আগস্ট।। রবিবার শিশু বিহার এইচ.এস. স্কুল অডিটোরিয়ামে শিশুবিহার অ্যালামনীর উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন এসএমসি কমিটির চেয়ারম্যান তথা সদর মহকুমা শাসক অরুপ দেব, কর্পোরেটর শিখা ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিন বিদ্যালয়ের প্রাক্তন প্রাক্তনী ছাত্রছাত্রীরা রক্তদান করেন। এদিন মেয়র সমস্ত রক্তদাতাদের উৎসাহিত করেন।
2023-08-27

