পাঁচ দিনের টেনিস সামার ক্যাম্প সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।। পাঁচ দিনের টেনিস সামার ক্যাম্প দারুন ভাবে শেষ হয়েছে। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৬৫ জন শিক্ষার্থীকে নিয়ে, ২৩ আগস্ট বুধবার থেকে শুরু হয়ে ৫ দিনব্যাপী অনাবাসিক টেনিস সামার ক্যাম্প আজ রবিবার সম্পন্ন হয়েছে। বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স এ এই কেন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্য, সহ অধিকর্তা ধীমান বিশ্বাস, দিবাকর দেবনাথ, শান্তনু সূত্রধর এবং হাই পারফরম্যান্স ডিরেক্টর রাজিন্দর পাঠানিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। দারুন ভাবে তা সম্পন্ন হওয়ায় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *