হরিদ্বার, ২৭ আগস্ট (হি.স.): “আমাদের সংস্কৃতিতে শিক্ষা হল জীবনের সার্থক অর্থ খোঁজার মাধ্যম।” এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, “শিক্ষাক্ষেত্রে আমরা যদি পাশ্চাত্য সংস্কৃতির কথা বলি, তাহলে সেখানে শিক্ষা জীবনকে সমর্পণের মাধ্যম। অন্যদিকে, আমরা যদি নিজেদের সংস্কৃতির কথা বলি, তাহলে আমরা বুঝতে পারি যে এটি ‘সংস্কৃতি শালা’ থেকে শুরু হয়েছে। এখানে শিক্ষা হল জীবনের সার্থক অর্থ খোঁজার মাধ্যম।” রবিবার উত্তরাখণ্ডের হরিদ্বারে দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে ‘বসুধৈব কুটুম্বকম’ বক্তৃতা সিরিজে ভাষণ দেন নাড্ডা।
চন্দ্রযান-৩ মিশনের সাফল্য প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা বলেছেন, “দেশ এখন গর্বিত বোধ করে, আমাদের বিজ্ঞানীরা চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান অবতরণ করিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী চাঁদের সেই জায়গার নাম দিয়েছেন যেখানে চন্দ্রযান অবতরণ করেছে এবং সেই স্পর্শের নাম দিয়েছেন ‘শিবশক্তি’।” নাড্ডার কথায়, “দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয় ব্যক্তির সর্বাত্মক উন্নয়নে একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে দেশে অবদান রাখবে। এর মাধ্যমে এগিয়ে গিয়ে দেশে পরিবর্তন আসবে।” নাড্ডা বলেছেন, “পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সর্বত্রই বড়রা ছোটদের দমন করার চেষ্টা করেছে। এক দেশ অন্য দেশে সাম্রাজ্যবাদ ছড়ানোর চেষ্টা করেছিল। ভারত কখনও কাউকে আক্রমণ করেনি, আমরা সবার সুখ কামনা করে চলেছি। এটি হল বাসুধৈব কুটুম্বকম ভারত।”