রাঁচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে

রাঁচি, ২৫ আগস্ট (হি. স.) : ঝাড়খন্ডের সোনাহাতু থানার অন্তর্গত তিলাইপিডিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম প্রহ্লাদ মাহাতো। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রহ্লাদ গাছে উঠে ডাল কাটছিলেন। একটি বৈদ্যুতিক তার গাছের উপর দিয়ে চলে গিয়েছিল। ওই তার থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয় প্রহ্লাদ। তিনি বেঙ্গল ভাকুওয়াডিহের বাসিন্দা ছিলেন এবং তিলাইপিডিতে বসবাস করতেন। স্টেশন ইনচার্জ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রিমসে পাঠানো হয়েছে।