২৬ আগস্ট শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে বন্ধ থাকছে মেট্রো, ভোগান্তির শঙ্কা যাত্রীদের

কলকাতা, ২৫ আগস্ট (হি.স.): ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা শনিবার, ২৬ আগস্ট বন্ধ থাকছে। সপ্তাহের শেষ কাজের দিন শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে কোনও মেট্রো চলবে না। মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তার মধ্যে বহু যাত্রীরা। সল্টলেকে তথ্যপ্রযুক্তি সংস্থায় বহু মানুষ কাজ করেন। অফিস টাইমে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য বহু মানুষই শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো ব্যবহার করেন।

শনিবার যদিও তথ্যপ্রযুক্তি সংস্থায় ছুটি থাকে। তবে স্বল্প সময়ে সল্টলেক যাওয়ার জন্য অনেকেরই এখন ভরসা এই মেট্রো। মেট্রো পরিষেবা বন্ধ থাকার ফলে দুর্ভোগে পড়তে পারেন যাত্রীদের অনেকেই। শুক্রবারই অনেক যাত্রীর মুখে আগাম আশঙ্কার কথাই শোনা গেল, কেউ কেউ ভেবেছিলেন শনিবারও মেট্রোতেই সফর করবেন। আপাতত সেই ভাবনা মনের ভাবনাতেই থেকে গেল। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের মধ্যে ‘ইন্টিগ্রেটেড সেফ্‌টি টেস্ট’ করা হবে। সেই কারণে শনিবার মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে।