লাদাখ, ২৫ আগস্ট (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার কার্গিলে তিনি বলেছেন, “বিজেপি আপনাদের জমি কেড়ে নিতে চাই।” লাদাখের কার্গিলে এদিন এক জনসভায় রাহুল বলেছেন, “লাদাখ একটি কৌশলগত অবস্থান…একটি বিষয় খুব স্পষ্ট যে চীন ভারতের জমি কেড়ে নিয়েছে…এটা দুঃখজনক যে বিরোধীদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন লাদাখের এক ইঞ্চিও চিন দখল করেনি। এটি একটি মিথ্যা।”
ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ উত্থাপন করে রাহুল গান্ধী বলেছেন, “কয়েক মাস আগে, আমরা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছিলাম, এর নাম ছিল ”ভারত জোড়া যাত্রা। উদ্দেশ্য ছিল দেশে বিজেপি-আরএসএস দ্বারা ছড়িয়ে পড়া ঘৃণা ও হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানো…যাত্রার বার্তাটি ছিল- ”নফরত কে বাজার মে হাম মহব্বত কি দুকান খুলনে নিকলে হ্যায়”। গত কয়েকদিনে আমি নিজেও এসব দেখতে পেয়েছি। যাত্রার সময়, শীতে তুষারপাতের কারণে আমি লাদাখ যেতে পারিনি। লাদাখে যাত্রা পরিচালনা করার কথা আমার মনে ছিল এবং তাই আমি এবার একটি মোটরবাইকে করে এগিয়ে গিয়েছিলাম।” প্রসঙ্গত, রাহুল গান্ধী এদিন লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।