ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। ফটিকরায়ে অটল বিহারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দিনের খেলায় চন্ডিপুর ওয়ারিয়রস জয়ী হয়েছে। হারিয়েছে দামছড়া স্পোর্টিং ক্লাবকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকলে শেষ পর্যন্ত তার ফয়সালা হয় টাইব্রেকারে পেনাল্টি শুট আউটের মাধ্যমে। চন্ডিপুর ওয়ারিয়র মূলতঃ আগরতলার এগিয়ে চলো সংঘের ফুটবলারদের লিয়েনে নিয়ে খেলেছে। খেলার ২৫ মিনিটের মাথায় দামছড়ার চুয়াং একটি গোল করে দলকে এক-শূন্যতে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে চন্ডিপুরের মালসাম দোয়াঙ্গা গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র-তে অমীমাংসিত থাকলে তা ফয়সালার জন্য ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। টাইব্রেকারে ৪-৩ গোলে চন্ডিপুর জয়লাভ করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে।
2023-08-25

