পানাজি, ২৪ আগস্ট (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গোয়া সফরের সমাপ্তি হল। গোয়া সফরের অন্তিম দিনে, বৃহস্পতিবার বিভিন্ন মন্দিরে পূজার্চনা করেছেন রাষ্ট্রপতি মুর্মু। এছাড়াও তিনি যিশুর পবিত্র ব্যাসিলিকা পরিদর্শন করেন। বৃহস্পতিবার শান্তাদুর্গা মন্দির এবং মহালসা নারায়ণী মন্দিরে পূজার্চনা করেছেন রাষ্ট্রপতি মুর্মু। পুজো দিয়ে গোয়া সফরের সমাপ্তি করেছেন রাষ্ট্রপতি।
গোয়া সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সর্বদা ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। উল্লেখ্য, গত ২২ আগস্ট থেকে শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গোয়া সফর। এই সময়ে গোয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও অংশ নেন রাষ্ট্রপতি।