চন্দ্রযান ৩-এর সাফল্য কামনায় দেশজুড়ে প্রার্থনা, ঐতিহাসিক মুহূর্তের প্রতীক্ষায় গোটা দেশ

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): চাঁদের মাটি স্পর্শ করার অপেক্ষায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চন্দ্রযান-৩। ইসরোর পরিকল্পনা অনুযায়ী, ২৩ আগস্ট সন্ধ্যায় চাঁদের মাটিতে অবতরণ প্রক্রিয়া শুরু করতে পারে চন্দ্রযান-৩। প্রস্তুতি শুরু হয়েছে সফট ল্যান্ডিংয়ের। গোটা দেশ এখন প্রার্থনা করছে, যাতে চন্দ্রযান-৩ সফল ভাবে চাঁদের মাটি ছুতে পারে। বিজ্ঞানীদের পাশাপাশি সাধারণ মানুষও তাকিয়ে সেই দিকে। চন্দ্রাভিযানের সাফল্যের আশায় দেশের বিভিন্ন রাজ্যে এদিন যাগযজ্ঞ হল।

উত্তর প্রদেশের বারাণসীর কামাখ্যা মন্দিরে চন্দ্রযান-৩ যাতে সফলভাবে অবতরণ করে সেই কামনায় পুজো ও যাগযজ্ঞ করলেন বাসিন্দারা। আবার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা নেতা আনন্দ দুবে মুম্বইয়ের চন্দ্রমৌলেশ্বর শিব মন্দিরে চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণের জন্য একটি হবনের আয়োজন করেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন বলেন, “চন্দ্রযান-৩ আগামীকাল চাঁদে অবতরণ করবে, এটা সমগ্র দেশবাসীর কাছে অত্যন্ত আনন্দের মুহূর্ত। সফল ল্যান্ডিংয়ের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। গোটা দেশ এজন্য অপেক্ষা করছেন।”