ভারত এনসিএপি-র সূচনা, সড়ক দুর্ঘটনায় মানুষের জীবন বাঁচানোর ওপর গুরুত্ব দিলেন গড়করি

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মানুষের জীবন বাঁচানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (ভারত এনসিএপি)-এর সূচনা করে মন্ত্রী বলেছেন, সড়ক প্রকৌশল এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভুলগুলি প্রশমিত করার জন্য স্টেকহোল্ডারদের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা স্থাপন করা অপরিহার্য। মন্ত্রী নিজের বক্তৃতায় অটোমোবাইল শিল্পকে ১৫ লক্ষ কোটি টাকা করার সরকারের উচ্চাকাঙ্ক্ষাও ব্যক্ত করেন।

ভারত এনসিএপি উদ্যোগ সম্পর্কে মন্ত্রী গড়করি বলেছেন, ভারতে যানবাহনের সুরক্ষা এবং গুণমানকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাবে, একই সাথে নিরাপদ যানবাহন তৈরির জন্য ওইএমগুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতার প্রসার করবে৷