আগরতলা , ২২ আগস্ট : আগামী মাসে আগরতলা-আখাউড়া রেল পরিষেবা চালু হতে চলেছে।আজ ভারত বাংলা সীমান্তের জিরো পয়েন্ট পযর্ন্ত পরীক্ষামূলক ‘গ্যাং কার’ চালানো হয়েছে।এই রেলপথটি চালু হলে ভারত-বাংলাদেশ দুই দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে।
এ বিষয়ে আগরতলা – আখাউড়া রেলপথ প্রকল্প পরিচালক মোহম্মদ আবুজাফর মিঞা জানিয়েছেন, আগরতলা- আখাউড়া রেলপথ প্রকল্পের কাজ প্রায় শেষ পযার্য়ে।পনেরো দিনের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ হয়ে যাবে।আগামী মাস থেকে আগরতলা – আখাউড়া রেল পরিষেবা চালু হতে পারে।এর জন্য সবরকমের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ ভারত বাংলা সীমান্তের জিরো পয়েন্ট পযর্ন্ত পরীক্ষামূলক ‘গ্যাং কার’ চালানো হয়েছে।এই রেলপরিষেবা চালু হলে দুই দেশেই ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি ক্ষেত্রে অনেকটাই লাভবান হবে।
উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর ২০১৮ সালের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদ বিপ্লব কুমার দেব ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পটির সূচনা করেছিলেন।ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রকল্পের কাজ করেছে।আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন থেকে শুরু হয়ে আগরতলার নিশ্চিন্তপুর গিয়ে মিশেছে এই রেলপথ।