আগরতলা, ২২ আগস্ট।। ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনে কর্মরত ত্রিপুরা রাজ্যের ৯ জন নির্বাচিত শিক্ষক শিক্ষিকাদের সদস্য ভিত্তিক একটি দল ভারতের রাজধানী দিল্লির সিসিআরটি-তে জাতীয় প্রশিক্ষণের জন্য পাড়ি দিয়েছেন।২১ শে আগস্ট থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ,, তবে ২৫ শে আগস্ট পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির চলবে। দীর্ঘ বহু বছর পর ত্রিপুরা রাজ্য থেকে আরও একবার নয় জন শিক্ষক শিক্ষিকা ভারতের রাজধানী দিল্লির সিসিআরটি-তে সুযোগ পেয়েছেন।
ত্রিপুরা সরকার শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বদ্ধ পরিকর এবং এই পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় স্তরে রাজ্যের নির্বাচিত শিক্ষক শিক্ষিকাদের এই প্রশিক্ষণ। প্রসঙ্গত, সিসিআরটি-তে ভারত সরকারের একটি জাতীয় সংস্থা যা দেশের সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ও শিক্ষার সাথে সংস্কৃতির যোগসূত্র স্থাপনে নিয়মিত কাজ করে যাচ্ছে। ৯ জন সদস্য ভিত্তিক এই দল প্রশিক্ষণ শেষে রাজ্যের বিদ্যালয় গুলিতে শিক্ষা ব্যবস্থায় তার প্রতিফলন ঘটবে এমন আত্মবিশ্বাসের সুর নিয়েই দিল্লির দিকে এই অভিযান।